received 1191765725057225

ভৈরবে ছাত্রলীগের শোডাউনে মটরসাইকেল দিতে রাজি না হওয়ায় বেল্ট দিয়ে পেটানো হয় মাহফুজ কে

আইন অপরাধ
print news

শামসুল হক মামুন

 

ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা ইন্ডিয়া সফর শেষে ভৈরব ফিরে আসেন ট্রেনে।

এই সুবাধে ভৈরবে সকল ছাত্রলীগের নেতা কর্মীরা সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহন করা এবং বাড়ি র্পযন্ত পৌছে দেয়ার জন্য মটরসাইকেল বহর দেখাতে সকল নেতা কর্মীরা তাদের দায়িত্বে মটরসাইকেল নিয়ে আসেন।

 

সেই সুবাধে আশুগঞ্জ থেকে ভৈরব মটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং করা হয় ভৈরব দূর্জয়মোড় থেকে আশুগঞ্জের মটর সাইকেল চালক মাহফুজ মিয়াকে ছাত্রলীগকর্মী অনিক আগের দিন বলে রেখেছেন যে আগামীকাল ছাত্রলীগ সভাপতি আসবে ১০ টা মটর সাইকেল লাগবে পরের দিন সকার ১০ টায় ছাত্রলীগকর্মী অনিক এসে মটর সাইকেল না পাওয়ায় স্ট্যান্ডে এসে মাহফজ মিয়াকে কমর থেকে বেল্ট বের করে বেধরক পেটান।

 

অন্যান চালকরা বাচাতে গেলে তাদের ও মারা হয়। পিটিয়ে স্ট্যানে থাকা মটর সাইকেল নিয়ে চালকদের শোডাউনে যেতে বাধ্য করেন।মাহফুজ মিয়া লাঞ্চিত হয়ে শোডাউন শেষ করে আশুগঞ্জে চলে যান এবং ০৫/১২/২০২২ইং তারিখ থেকে আজ ০৭/১২/২০২২্ইং ৩ দিন যাবৎ মটরসাইকেল রাইড শেয়ারিং বন্ধ আছে বলে সাংবাদিকদের জানান চালকরা ছাত্রলীগকর্মী অনিক ভৈরবের ছেলে তাই আমরা তার প্রতিবাদ করতে পারি না।

 

ছাত্রলীগকর্মী অনিক তার ব্যক্তিগত এক ঝামেলায় গত কয়েকমাস র্পূ্বে আমাদের রাইড শেয়ারিংয়ের মটর সাইকেল নিয়ে গেছে সেখানে আমাদের ৪ টি মটর সাইকেল পুরিয়ে দেয়া হয়েছে এর কোন ক্ষতি পূরণ অনিক আমাদের দেয় নাই।অনিকের ভয়ে নাম প্রকাশ করতে চান না মটর সাইকেল চালকরা।

 

চালকদের অভিযোগ প্রায়ই এমন হয় প্রতিবাদ করার কেউ নাই। একাধিক চালক অভিযোগ করেন।ছাত্রলীগের এক নেতার সাথে কথা বলে জানাযায় বলেন আমাদের সভাপতি আসবে তাকে যার ইচ্ছা সে আসবে কাউকে আমরা বলি নাই আসার জন্য তাদের ভালোবাসার জায়গা থেকে যদি না আসে তাদের জোর করে মেরে আনতে বলা হয়নি কাউকে। আমরা যারা ছাত্রলীগ করি আমাদের অনেক কর্মী আছে আমরা অন্যদের জোর করে নিয়ে আসতে হবে এমন না । তবে যতটুকু ‍শুনেছি এটা ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *