
অবশেষে দীর্ঘ ১২ বছর পর সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন হতে যাচ্ছে৷
১২ বছর কোন নতুন কমিটি না হওয়ার কারনে নানা সমালোচনা জর্জরিত হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগ৷
নতুন কমিটি গঠন হওয়ার আগেই নানা ভাবে বিতর্কিত সকল সভাপতি পদপার্থীরা৷
গত দুইদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-পদপার্থী মোঃ ইউনুস আলী নিরবের একটি বিয়ের দিনের ছবি ভাইরাল হয়েছে৷ এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্ট হয়েছে৷
জানা যায়-ইউনুস আলী নিরব বছর দুই আগে বিবাহ করে৷ তবে ছাত্রলীগ এর পদের আশায় এখনো তার স্ত্রীকে বাড়ীতে নিয়ে আসেন নি৷
ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর (গ) ধারায় আছে, বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না। এরপরও বিবাহের কথা গোপন রেখে ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি পদপার্থী হওয়া নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে-হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-পদপার্থী মোঃ ইউনুস আলী নিরবের কাছে তার বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয় টি এড়িয়ে যান৷
এ বিষয়ে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি মোঃ তাওহিদুর রহমান বাচ্চু বলেন-গঠনতন্ত্র মেনে কমিটি করা হবে।কোন অছাত্র বা বিবাহিতদের কমিটিতে যায়গা দেওয়া হবে না৷
সলঙ্গা থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রিপন হাসান বলেন হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে চারজন প্রার্থীর মধ্যে তিনজন অছাত্র ও বিবাহিত।মোহাম্মদ আলী জিন্নাহ্ র বয়স ৩৪ বছর, আবু সায়েম মাদ্রাসায় নৈশপহরীর চাকুরি করে, ইউনুস আলী নিরব অছাত্র ও বিবাহিত।তবে গঠনতন্ত্র মেনেই কমিটি করা হবে৷
জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, তৃনমূলে সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়েছে, তবে চাকরিরত বা বিবাহিত কেউ প্রার্থী হওয়ার বিষয়টি আমার জানা নেই। প্রার্থী হলেও এমন কেউ সংগঠনের নেতৃত্বে আসতে পারবে না।