received 6060462430671166

লালপুরে ট্রাক্টর- অটোরিকসার সংঘর্ষে ১জন যুবক নিহত,আহত-৪

Uncategorized
print news

 

নাটোরের লালপুরে আখ বোঝাই ট্রাক্টর ও অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (২২)নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তিন নারী সহ আহত চার জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার(০৩ জানুয়ারি )সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালপুর—ঈশ্বরদী সড়কের নুরুল্লাপুর জামে মসজিদ নামকস্থানে বিপরীত দিক থেকে আসা আখ বোঝাই নর্থ বেঙ্গল সুগার মিলের আখ বোঝাই ট্রাক্টের সঙ্গে লালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে হয় ।এসময় স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাদের ভর্তি করেন।আহতরা হলেন,বেদেনা বেগম(৫০),আফরোজা(৩০),শ্রী দেবাশীষ (৫২)। তবে তহমিনা (৪০) নামের এক নারীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *