FB IMG 1669037915534

লালপুরের গোপালপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

আইন অপরাধ
print news

 

ফাহিম বিশ্বাস লালপুর 

নাটোরের লালপুর উপজেলা চত্ত্বর এলাকা থেকে দেশীয় অস্ত্র রামদা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার ২১ নভেম্বর সন্ধ্যার পরে উপজেলা গোপালপুরের নাহারুল ও আরিফুল নামে ওই দুই যুবককে আটক করে। নাহারুল ইসলাম (৩২) পৌর এলাকার বৈদ্যনাথপুর মহল্লার মোবারক হোসেনের ছেলে ও আরিফুল ইসলাম (৩২) একই মহল্লার আজগর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আটককৃত ওই দুই যুবক বাংলা মদ (চুয়ানি) খেয়ে হাতে রামদা সহ মাতলামি করছিল। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের আটক করে লালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা লালপুর থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মনোয়ারুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *