received 2097612927295078

রাতের আঁধারে ছাত্রলীগ নেতার শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিবেদন
print news

জুনায়েদ হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ সন্ধ্যা নামার সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। বাড়তে থাকে শীতের তীব্রতা। সকাল পর্যন্ত ঠাণ্ডার কারণে কিছুটা স্থবিরতা দেখা দেয়।দরিদ্র ও সমাজের ছিন্নমূল মানুষ শীতের কাপড়ের অভাবে কষ্ট পায়। শীত যত বাড়ছে তাদের জীবন যেন তত দুর্বিসহ হয়ে উঠছে। শীতের এই তীব্রতাকে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এম. মোয়াজ্জেম হোসেন চৌধুরী আকিব এর উদ্দ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাতের আঁধারে ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন চৌধুরী আকিব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় মোয়াজ্জেম হোসেন চৌধুরী আকিব বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল চসিক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন ভাইয়ের নির্দেশনায় আমাদের এই উদ্দ্যোগ চলমান থাকবে, আমরা গরীব-দুঃখী মেহনতী মানুষের পাশে থাকার চেষ্টা করব সবসময়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আকতার হোসেন মানিক ও চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা লিটন ইব্রাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *