
জুনায়েদ হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ সন্ধ্যা নামার সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। বাড়তে থাকে শীতের তীব্রতা। সকাল পর্যন্ত ঠাণ্ডার কারণে কিছুটা স্থবিরতা দেখা দেয়।দরিদ্র ও সমাজের ছিন্নমূল মানুষ শীতের কাপড়ের অভাবে কষ্ট পায়। শীত যত বাড়ছে তাদের জীবন যেন তত দুর্বিসহ হয়ে উঠছে। শীতের এই তীব্রতাকে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এম. মোয়াজ্জেম হোসেন চৌধুরী আকিব এর উদ্দ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাতের আঁধারে ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন চৌধুরী আকিব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় মোয়াজ্জেম হোসেন চৌধুরী আকিব বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল চসিক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন ভাইয়ের নির্দেশনায় আমাদের এই উদ্দ্যোগ চলমান থাকবে, আমরা গরীব-দুঃখী মেহনতী মানুষের পাশে থাকার চেষ্টা করব সবসময়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আকতার হোসেন মানিক ও চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা লিটন ইব্রাহিম।