cid 20221205035621

মোবাইল সার্ভিসের মাধ্যমে হুন্ডিসহ অবৈধ লেনদেন হলে কঠোর ব্যবস্থা

জাতীয়
print news

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে হুন্ডিসহ অন্যান্য অবৈধ লেনদেন হলে ডিস্ট্রিবিউশন হাউজ ও হাউজের অধীনস্থ এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

তিনি বলেন, এমএফএসের মাধ্যমে অবৈধভাবে রেমিট্যান্স পাঠানো বন্ধ হলে খুব দ্রুত রেমিট্যান্স বাড়বে। এজন্য এমএফএস যাতে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়, সেজন্য সবাই এক হয়ে কাজ করতে হবে।

 

রোববার (৪ ডিসেম্বর) সিআইডি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে বিএফআইইউ, বিকাশ ও বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।‌

cid 20221205035621

 

সভায় প্রতিনিধিরা অতিরিক্ত আইজিপিকে আশ্বস্ত করেন যে, তারা সব লেনদেন বৈধ চ্যানেলে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচলনা করবেন।

সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *