received 863895804750815

বাঘায় যুবলীগ নেতা সুইট স্বপদে বহাল

বিশেষ প্রতিবেদন
print news

বাঘা ( রাজশাহী) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহীর বাঘা পৌরসভা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ সুইট (৩৫) কে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে দায়িত্বে পূনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী জেলার অন্তর্গত বাঘা পৌর শাখার সভাপতি শাহিন আলম ও সাধারণ সম্পাদক জুবাইদুল হক যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঘা পৌর যুবলীগের এক সিদ্ধান্ত মোতাবেক সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাঘা পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ মাহমুদ (সুইট), পিতা- মোঃ সাজেদুর রহমান, গ্রাম- মুর্শিদপুর, ডাকঘর-বাঘা, উপজেলা-বাঘা, জেলা – রাজশাহীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রামাণিত হওয়ায় তার ওপর আরোপিত সাময়িকভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে পুর্ণবহাল করা হলো। আমরা তাহার সার্বিক মঙ্গল কামনা করি।উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা সাজ্জাদ মাহমুদ সুইট এর পরিবার ১৯৭১ সালের পরবর্তী সময় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনিতির সাথে সম্পৃক্ত। উপজেলা জুড়ে তার পরিবারের একটি ক্লিন ইমেজ রয়েছে। এছাড়াও উপজেলায় ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে তার পরিবারের ব্যাপক সুনাম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *