
ফাহিম বিশ্বাস লালপুর
নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে দুই ভেজাল গুড় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার শোভ মন্ডলপাড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় রেজাউল গুড় ভান্ডারকে ৪২ ধারায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৬০ হাজার টাকা ও মান্নান গুড় ভান্ডারকে ৪২ ধারায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে অপরাধে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৮০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।