received 665931531898915

বাঁশখালী চাম্বলে আগুনে পুড়ে ভস্মিভূত ৩ দোকানঃ ক্ষয়ক্ষতি ১৭ লক্ষাধিক টাকা

গ্রাম গঞ্জ
print news

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)ঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে অন্তত ২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।২১ ডিসেম্বর’২২ ইং বুধবার দুপুর ২ টার সময় বাঁশখালী প্রধান সড়কস্থ চাম্বল বাজারের দক্ষিণ প্রান্তে গ্রীণ হায়দার মার্কেটের পশ্চিম পাশে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলি হচ্ছে জাহেদুল মোস্তফার ছনুয়া-চাম্বল বেডিং হাউজ, পিতা- আবদু জব্বার, পুর্ব চাম্বল ৮ নং ওয়ার্ড। মিজানুর রহমানের যমুনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স, পিতা- জামাল হোসেন, পুর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ড। হারুনর রশিদের স্বপ্ন ফার্নিচার মার্ট, পিতা- মোহাঃ কাশেম আলী, পুর্ব চাম্বল। এছাড়াও এন.এস ইলেকট্রনিক্স গ্যালারীর ওয়াল্টন-এর শো-রুমের কিছু অংশও পুড়ে যায়।চাম্বল সিএনজি চালক সমবায় সমিতির সাধারন সম্পাদক বিশিষ্ঠ পরিবহন শ্রমিক নেতা ফারুখ চৌধুরী জানিয়েছেন, চাম্বল-ছনুয়া বেডিং হাউস থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য সওদাগর এবং সাধারন জনগন তৎক্ষনাৎ আগুন নেভাতে এগিয়ে আসায় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা। পরে বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেস্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মতে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতি ১৭ লক্ষাধিক টাকা হবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বশর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।অগ্নিকান্ডের পর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন, চাম্বল ইউপি চেয়ারম্যান অালহাজ্ব মুজিবুল হক চৌধুরী সহ চাম্বল বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *