
অভি পাল,প্রতিনিধিঃ বাংলাদেশের সব ইতিহাস-অর্জনের সাক্ষী, আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত (৪ জানুয়ারি)বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা রাহাদুল আলিম রিয়াদ এর নেতৃত্বে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতা রাহাদুল আলিম রিয়াদ বলেন,দেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। তাই, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশের’ নেতৃত্ব দেবে ছাত্রলীগ, ৭৫তম বর্ষপূর্তিতে এটিই আমাদের সংকল্প।এসময় উপস্থিত ছিলেন জয় বাংলা পরিষদের সাধারণ সম্পাদক রনি, ছাত্রলীগ নেতা খাইরুল আমিন, মাজেদুল হক মুরসালিন উদ্দিন নকির, আসহাব রাকিব, জিসাত ফারুক প্রমুখ।