khondokar 20221116220104

ফখরুল নন, ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি মোশাররফ

রাজনীতি
print news

পত্রিকা বায়ান্ন ডেস্ক:

জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

বুধবার (১৬ নভেম্বর) রাত ৯ টার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানিয়েছেন।

এর আগে সন্ধ্যার দিকে টিপু জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে রাতে এক সংশোধনী বার্তায় টিপু জানান, ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‌‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে থাকবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন না। সভায় সভাপতিত্ব করবেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সভা পরিচালনা করবেন ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *