IMG 20221226 WA0007

পথের ফুল গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিবেদন
print news

অভি পাল,প্রতিনিধিঃ আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে’ কবি কামিনী রায়ের মানবতার এ ডাক যেন বাস্তব রূপ পেয়েছে পথের ফুল গ্রুপে।প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংঘটনে শামিল হয়েছে আত্মমানবতার সেবায় নিজেদের সপে দেয়া কিছু মহৎ হৃদয়ের মানুষ। কেউ স্বেচ্ছায় মানুষকে রক্ত দিতে উৎসাহিত করছেন অন্যদের। যে রক্ত দিয়ে বঁাচানো হবে দেশের অসহায় গরিব মানুষের জীবন।কেউ বা অসহায় হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।কেউ বা অসচ্ছল পরিবারের শিশুদের শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করছে।শুধু মানুষের সেবা করার মানসিকতা থেকে তারা স্বেচ্ছায় এ কাজে এসেছেন।গত রবিবার অসহায় হতদরিদ্র মানুষের ভরসার সংঘটন পথের ফুল গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় নগরীর সি আর বিতে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শতাধিক ছিন্নমুল শিশু ও অসহায় মাঝে খাবার বিতরন করা হয় উক্ত সময় উপস্হিত ছিলেন পথের ফুল গ্রুপের এডমিন সুজন আচার্য, Jhp Tv এডিটর তুর্য রুদ্র, রিতা মিত্র, সুমন নাথ, প্রীতম চৌধুরি, তিশা দাশ অনজয় শীল আদিত্য প্রদীপ্ত তালুকদার, রাধিকা ঘোষ পুজা, সঞ্জয় দত্ত, শয়ন ঘোষ, দীপ্ত দেব, শান্তি নিকেতন গ্রুপ এর এডমিন জয় দাশ ও প্রিয়ন্তি দাশ। এ সময় পথের ফুল গ্রুপের সদস্যরা বলেন, এখানে আমরা যারা কাজ করছি তারা সকলেই স্বেচ্ছায় এসেছি। অসহায় মানুষের জন্য কাজ করতে ভালো লাগা থেকেই আসা। আমাদের মানবিক কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *