resize 350x230x0x0 image 199538 1668792145

নিখোঁজ আয়াত কে খুঁজে পেতে পরিবারের আকুতি

বিজ্ঞপ্তি
print news

 

চট্টগ্রামে পাঁচ বছরের মেয়ে আলিনা ইসলাম আয়াতকে খুঁজে পেতে আকুতি জানিয়েছে তার পরিবার। চার দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (১৫ নভেম্বর) বাসার সামনে থেকে আয়াত হারিয়ে যায়। এসময় সে মসজিদের মক্তবে পড়তে যাচ্ছিল।

আয়াতের বাবা সোহেল রানা জানান, তাদের বাসা চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার নয়ারহাট বিদ্যুৎ অফিসের পাশে। সেদিন আয়াত আরবি পড়তে বিকাল তিনটায় বাসা থেকে বের হয়। একঘণ্টা পর মসজিদে গিয়ে তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, সে পড়তে যায়নি। এসময় আশপাশে খবর নিতে গেলে তার হাতে থাকা কায়দা পাশের বিল্ডিং এর সিঁড়িতে পাওয়া যায়।

আয়াত পরিবারের একমাত্র সন্তান। সে বাসার পাশের এক মাদরাসার নার্সারির শিক্ষার্থী। তার বাবা স্থানীয় পানের দোকানদার।

আয়াতের হারিয়ে যাওয়ার বিষয়ে তার বাবা সোহেল রানা চট্টগ্রামের ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এদিকে, স্থানীয় বাসিন্দাসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়াতের সন্ধান চেয়ে পোস্ট করেছেন। বৃহস্পতিবার এমন একটি পোস্ট করেছেন বুশরা নামের এক নারী।

বুশরা লিখেন, ‘৫০ ঘণ্টা পার হয়ে গেল আয়াতকে খুঁজে পাচ্ছি না। কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আমরা শুধু আয়াতকে ফিরে পেতে চাই। কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে কোনো প্রশ্ন ছাড়াই উপযুক্ত পুরস্কার দেবো, শুধু আয়াতকে ফিরে চাই আমরা। ইয়া আল্লাহ, আয়াতকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। এতগুলা মানুষের চোখের পানির বিনিময়ে আমাদের মাঝে ফিরিয়ে দিন মা’বুদ।

এ মাসুম বাচ্চাটার এখনো খোঁজ পাওয়া যায়নি। আমরা চাইলে নিউজ টা ছড়িয়ে দিয়ে খুঁজে পেতে সহযোগিতা করতে পারি। বাচ্চাটা যেন সুস্থভাবে নিজের পরিবারে ফিরে আসতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *