FB IMG 1668655278923

নিঃস্বার্থ নবজীবন সংগঠন এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিবেদন
print news

ডেস্ক নিউজ: রাঙ্গামাটির রাজস্থলীস্থ বাঙ্গালহালিয়ার সনাতন ঋষি অনাথ আশ্রমে গত ১১ নভেম্বর শুক্রবার নিঃস্বার্থ নবজীবন সংগঠনের নবম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আশ্রম অধিপতি শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জ্যোতিষভাষ্কর এস.কে আচার্য। অনুষ্ঠানে রিটু আচার্য্য ও প্রিয়াংকা দাশগুপ্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক রাহুল আচার্য্য, শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অন্তর আচার্য্য, কার্যকরী পরিষদ’২২ এর সভাপতি ডা:পিয়াল আচার্য্য, কক্সবাজার জেলা কমিটির সভাপতি টার্জেন আচার্য্য, সাধারণ সম্পাদক কান্ত শর্মা। আশ্রমের সকল দেবশিশুদের মধ্যে বস্ত্র, কম্বল ও আগামী এক বছরের জন্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়।আশ্রমের শিক্ষার্থী এবং উপস্থিত সকলের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত কর্মসূচি থেকে উপস্থিত প্রায় ৩০০ শতাধিক মানুষের ফ্রি চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ প্রদান ও ব্লাড গ্রুপ নির্ণয় নিশ্চিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *