
বিশেষ প্রতিনিধি: গত ১৬ই ডিসেম্বর রাত ৮ টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর গণি বেকারি মোড়ে অজ্ঞাত নামা ১৫/২০ জন সন্ত্রাসী মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ চান্দগাও শাখার সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
মোঃ খায়রুল ইসলাম দেওয়ান বাজার সিএনবি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সন্ত্রাসী হামলার ঘটনা দেখে গুরুতর আহত মোঃ খায়রুল ইসলামকে স্থায়ী লোকজন ও পুলিশের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোঃ খায়রুল ইসলামকে ছুরিকাঘাতে গুরুতর আহত ঘোষণা করেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে খায়রুল। চকবাজার থানায় অজ্ঞাত নামা ১৫/২০ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।