
জাবিতে পাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর ‘অধ্যাপক ড. হাফিজা খাতুন স্বর্ণপদক ‘চালু
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ‘ অধ্যাপক ড. হাফিজা খাতুন স্বর্ণপদক’ চালু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
আজ বৃহস্পতিবার (১ডিসেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মোঃ নুরুল আলমের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন অধ্যাপক ড.হাফিজা খাতুন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছাত্রছাত্রীকে প্রদানের লক্ষ্যে এই স্বর্ণপদক চালু করা হলো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ড.হাফিজা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানকারী শিক্ষকদের মধ্যে প্রথম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত সহ-সভাপতি।
চেক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মোহাম্মদ মনজুরুল হক, রেজিস্টার রহিমা কানিজ, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ, ড. হাফিজা খাতুনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মাসুদ প্রমুখ।