received 690327649270610

জবি সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

শিক্ষা
print news

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আলিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সংগঠনের মডারেটরদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিনহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আছিয়া খাতুন।এছাড়াও অন্যান্যদের মধ্যে দপ্তর সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক উম্মে হানি ও সোহাগ কুমার ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক উম্মে তাহমিনা জারিফ মিশু, সাহিত্য সম্পাদক রিদুয়ান ইসলাম, প্রকাশনা সম্পাদক তারিক হাসান, অর্থ সম্পাদক মেহেদী হাসান, পাঠচক্র সম্পাদক শিউলি আক্তার, পাঠাগার সম্পাদক মোশফিকুর রহমান ইমন ও কার্যকরী সদস্য পদে অনুপম মল্লিক আদিত্য, মোঃ মেহেদী হাসান এবং ইউছুব ওসমান হিসেবে দায়িত্ব পেয়েছেন।সভাপতি আলিমুল ইসলাম বলেন, অনেকদিন ধরেই সংগঠনের জন্য মেধা ও শ্রম দিয়ে যাচ্ছি। ইতোমধ্যে দেয়ালিকাও তৈরী করেছি। সামনে সংগঠনের পক্ষ থেকে সাহিত্য পত্রিকা প্রকাশের পরিকল্পনা আছে আমাদের।সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হবে মুক্তচর্চা করার স্থান। মুক্তচর্চা করার ক্ষেত্রে সাহিত্যের বিকল্প নেই। আশাকরি আমাদের সংগঠন থেকে ভালো লেখক এবং পাঠক তৈরী হবে যারা বাংলার সাহিত্যভান্ডার আরো সমৃদ্ধ করবে।সংগঠনটির সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের গঠনতন্ত্রের ৭ নং ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। একইসাথে কার্যনিবাহী কমিটির সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তীতে সাধারণ সদস্যের মধ্য থেকে ৩৫ জন কার্যকরী সদস্য মনোনীত হবেন।উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ বেশ কয়েকবছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করে। বিভিন্ন সময়ে তারা সাহিত্যচর্চামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *