received 541381711158349

ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ‘রাজীব চন্দ্র সাহা’ নির্বাচিত

বিশেষ প্রতিবেদন
print news

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুরের কৃতি সন্তান চাঁদপুর জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি রাজীব চন্দ্র সাহা কে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ডঃ প্রভাস রায় ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে” সহ যুব মহাজোট এর সভাপতি প্রদীপ কান্তি দে ও ছাত্র মহাজোট এর সভাপতি সজীব বৈদ্য এবং মহাজোটের সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে দায়িত্ব প্রদান করা হয়। গত শুক্রবার ১২ ই নভেম্বর ২০২২ ঢাকা গেন্ডারিয়া শিব মন্দিরে পূজা পুনর্মিলনী, সাংগঠনিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ডঃ প্রভাস রায় ও মহাসচিব পলাশ কান্তি দে এর হাত দিয়ে অনুমোদন পত্র প্রদান করা হয়।একই অনুষ্ঠানে যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে এবং সাধারণ সম্পাদক রাজেশ নাহার স্বাক্ষরিত রমেন দাস কে সভাপতি এবং ফুলন সেনকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর হিন্দু যুব মহাজোট এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *