received 712823816611336

চাপড়ী আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

জেলা সংবাদ
print news

পিটি টুটুল, ভোলা প্রতিনিধিঃ

 

ভোলা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় চাপড়ী আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ইসতিয়াক হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শুক্রবার সকালে তজুমদ্দিন উপজেলার চাপড়ী আলিম মাদ্রাসার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় গভর্নিং বডির সভাপতি ইসতিয়াক হাসান বলেন, লালমোহন-তজুমদ্দিনে নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক ও বিজ্ঞানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। যাতে তারা আদর্শ শিক্ষাগ্রহণ করে আগামী দিনের নেতৃত্বদানের উপযোগী হয়ে উঠতে পারে।

 

 

মাওলানা মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান হারুনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *