
অভি পাল,প্রতিনিধিঃ বাংলাদেশের সব ইতিহাস-অর্জনের সাক্ষী, আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (৪ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগ কর্তৃক কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক ও ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তুষার ধর।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা-শান্তি-প্রগতির স্লোগানকে ধারণ করে জন্মের প্রথম লগ্ন থেকেই বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন ও এগারো দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের সরকারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল।এছাড়াও বক্তব্যে রাখেন সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিজয় পাল ,যুব নেতা নুর নবী টিপু, সাজ্জাদ হোসেন ইমন,মোহাম্মদ ইলিয়াস , হাবিবুর রহমান রাজু, পাপন মজুমদার , ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সজীবুর রহমান, সদরঘাট থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শামিম হোসেন, ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শহীদ উদ্দিন ফয়সাল,সাকিব উদ্দিন,ইমতিয়াজ হোসেন সাইমন,সম্পদ মজুমদার,হাসিবুর রহমান আসিফ,মুরাদ হোসেন,আশরাফ রোহান প্রমুখ।