received 2929680954002150

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস‌‌‌ অ্যাওয়ার্ড’র জন্য মনোনিত শিক্ষক মাসুদ রানা

জেলা সংবাদ শিক্ষা
print news

মুরাদ হোসেন / পাবনা জেলা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার ৫৪ নং ইয়াকুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অর্জন করেছেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (২০১৭) সম্মাননা। বলছি শিক্ষক মাসুদ রানা’র কথা।

গৌরবের সূত্রধর, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক- ২০১৭ হওয়ার পর থেকে পেয়েছেন অনেক সম্মাননা। তবে এবার দেশ ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলে দেশের নাম উজ্জ্বল করছেন। এবার তিনি “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস‌‌‌ অ্যাওয়ার্ড – ২০২২” এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ৩০শে নভেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তি নিকেতনে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বিষয়টি জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে জানানো হচ্ছে শুভেচ্ছা।

শিক্ষক মাসুদ রানা পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের প্রয়াত মো. আব্দুল খালেক ও মনোয়ারা বেগমের প্রথম সন্তান। তারা চার ভাই- এক বোন সবাই, উচ্চ শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তার সহধর্মিণী আজমিরা খাতুনও একজন শিক্ষিকা। তাদের দুই সন্তান রয়েছে।

বিভিন্ন সামাজিক কার্যক্রমেও রয়েছেন ওতোপ্রোতোভাবে জড়িয়ে। পাশাপাশি
প্রাথমিক শিক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে লিখেছে ‘প্রাথমিক শিক্ষার ইতিবৃত্ত ‘, ‘ স্বপ্ন বিলাস’, ‘স্বপ্ন’, ‘কচি পাতায় আগামী সূর্য’ এর মতো কয়েকটি বইও। অন্যান্য সম্মাননার মধ্যে মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২২ অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *