download 11

ইউরোপের পর রাজা রোনালদোর এশিয়া শাসন

খেলাধুলা
print news

আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালাদো। তবে বরণ করে নেওয়ার দিন রোনালদোর বয়স যে ৩৭ সেটি বোঝাই যাচ্ছিল না।

download 9

মঙ্গলবার রাতে রোনাল্ডোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় সৌদি আরবের ক্লাব আল নাসর। এর পরই সংবাদ সম্মেলনে রোনাল্ডো ঘোষণা করেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে ভালো লাগছে। সৌদি আরবের মানুষ চমৎকার।’

download 8

ক্লাবটির মাঠ মরসুল পার্কে এদিন ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে ভক্তরা তাল মিলিয়ে ‘রোনাল্ডো, রোনাল্ডো’ ধ্বনি তুলে তাকে বরণ করে নিয়েছে।

এর পর একজন এক নারী সঞ্চালক আনুষ্ঠানিক এ সংবাদ সম্মেলন শুরু করেন। সৌদির এ ক্লাবে যোগ দেওয়া নিয়ে রোনাল্ডো বলেন, ‘ইউরোপে অনেক সুযোগ পেয়েছি। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও পর্তুগাল থেকেও ডাক পেয়েছি। তবে আমার জন্য এটি এক বড় সুযোগ।

download 11

নিজের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাবকে বেড়ে উঠতে সাহায্য করেছি। এ সিদ্ধান্তটি নিতে পেরে আমি খুব গর্বিত। পরিবার সবসময় আমার পাশে ছিল। আর লোকে কে কি বলল তা নিয়ে আমি কখনও ভাবিনি।’

রোনাল্ডো আরও বলেন, ‘আমি অনন্য খেলোয়াড়। আমি ওখানে (ইউরোপ) সব রেকর্ড ভেঙেছি। এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই। কোচ চাইলে (ক্লাবের) আমি পরের ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *