IMG 20221224 WA0015

আইনজীবী নাজমী ডেভিডের সফলতার গল্প

বিশেষ প্রতিবেদন লাইফ স্টাইল
print news

অভি পাল,প্রতিনিধি: হাসান রেজা নাজমী ডেভিড একজন বিজ্ঞ আইনজীবী । আইন পেশার উন্নয়ন ও গবেষণায় তিনি অনবদ্য ভূমিকা রাখছেন। সাধারণ জনগণকে আইনী সেবা প্রদান ও ন্যায়বিচার প্রাপ্তিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তার স্বপ্ন ও সফলতার গল্প শুনিয়েছেন।
তিনি বলেন ,ছোটবেলা থেকেই আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতাম আইন পেশা স্বাধীন ও চ্যালেঞ্জিং পেশা মনে হয়েছে। আর আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এ কারণেই আইন পেশা বেছে নেওয়া। ২০১৪ সালে আইন পেশায় যুক্ত হই। স্বপ্ন পূরণ হয়েছে। তবে পথ খুব সহজ ছিল না। সামনে অনেক পথ বাকি। আদর্শ আইনজীবীর গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন,আইন পেশা চ্যালেন্জিং। প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হতে হয়।আদর্শ আইনজীবী হতে হলে তাঁকে কৌশলী, বিচক্ষণ, গভীর জ্ঞানী সর্বোপরি ধৈর্যশীল হতে হবে । তরুণ আইনজীবী যারা নতুন আইন পেশায় আসতে চায় তাদেরকে উদ্দেশ্যে করে তিনি বলেন যারা শর্টকাট পথ খোঁজেন, তাদের জন্য আইন পেশা নয়।অল্পতে হতাশ হয়ে পড়লে চলবে না এ পেশায় লেগে থাকতে হবে।নিষ্ঠা, সততা, একাগ্রতা থাকলে যেকোনো চাওয়াই পূরণ হবে। তরুণ আইনজীবীদের শুরুতে টাকা আয়ের পেছনে ঘুরার প্রয়োজন নেই। জ্ঞানের পেছনে নজর দিতে হবে। সময় আসবে টাকা ইনকাম করার। টাকা একদিন পেছনে ঘুরবে।তবে আইনজীবী হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। সাফল্য নয়, সার্থকতায় বিশ্বাসী হতে হবে। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সদ‍্য সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বলেন,আমার উপর যে রাষ্ট্রীয় দায়িত্ব অর্পন করা হয়েছে তা আমি সততার সাথে যেন পালন করতে পারি সকলের দোয়া ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *